Tuesday, January 31, 2017

ফ্রিল্যান্সিং বিষয়ে নতুনদের জন্য কিছু পরামর্শ

ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয়। বাংলাদের অর্থনীতিতে বৈদেশিক আয়ের বড় অংশ পশাক শিল্পের পরেই এর অবস্থান। খুব তারা তারি এটা পশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছেন। আপনি যদি একজন দক্ষ ফ্রিল্যান্সার হন তাহলে খুব সহজেই আপনি প্রতি মাসে ৫০ হাজার টাকার অধিক আয় করতে পারবেন। যারা নতুন বা অন্য কোন পেশার পাশাপাশি বাড়তি ইনকামের কথা ভাবছেন তাদের জন্য এই সাইটি খুবই উপকারে আসবে। কোন প্রশিক্ষণ ছাড়াই আপনি ইন্টারনেট থেকে আয় করতে পারবেন। আমাদের এই সাইটের সাথেই থাকুন এবং সঠিক নিয়ম জেনে সঠিক পথ থেকে আয় করুন। এর জন্য আপনাকে কোন প্রশিক্ষ বা কোন টাকা পয়সা ব্যয় করতে হবে ন।



নতুন যারা ফ্রিল্যান্সিং-এ আসতে চান তাদের জন্য কিছু পরামর্শ:

১. আমার এই সাইটি তৈরী করার মূল উদ্দেশ্য অনলাইন থেকে আয় করার জন্য সঠিক ও সহজ কিছু পথ দেখানো যেখান থেকে আপনার খুব সহজেই ইন্টারনেট থেকে মাসে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করতে পারবেন।

২. অনেকেই অনেক প্রশিক্ষণ কোর্স থেকে অনেক টাকা ব্যয় করে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিন্তু সফলতা পাননি তাদের জন্য কিছু পরামর্শ।

৩. নতুন যারা এই পেশায় আসতে চান বা যারা ছাত্র অবস্থায় কিছু আয় করতে চান তাদের জন্য কিছু দিক নির্দেশনা যা থেকে আপনারা খুব সহজেই আয় করতে পারবেন।

৪. যারা একদম নতুন, কোন প্রশিক্ষণ নেই তাদেরকে ইন্টারনেট থেকে আয় করার কিছু সঠিক পথ দেখানো এবং ১০ মিনিটের ২-৩টি ভিডিও দেখে বা ২-৩ পোস্ট পরে আয় করার পথ খোলা।

৫. বিভিন্ন মার্কেকপ্লেসে প্রফাইল তৈরী এবং জবের জন্য সঠিক ভাবে এপ্লাই করার নিয়ম শেখানো যা খুব সহজেই আপকাকে কাজ পেতে সাহায্যে করবে।

৬. সবচেয়ে বড় মার্কেটপ্লেস Upwork -এ অনেকে  Profile খুলেছেন কিন্তু Profile Approve করতে পারছেন না। তাদের জন্য সঠিক ভাবে Profile Submit এর নিয়োম দেখানো যা ৫-৮ ঘন্টার মধ্য  Profile Approve হবে।

৭. Upwork, Youtube, Google Adsense, Blogging, Amazon, Affiliate, CPA  ইত্যাদী থেকে খুব সহজেই আয় করার নিয়ম জানানো (কোন প্রশিক্ষণ ছাড়া)।

৮. যারা কাজ জানেন কিন্তু কাজ হাতে নেই তাদের জন্য কাজ সরবরাহ করা। বিশেষ করে, SEO Links Building, Data Entry, Typing, Article Writing, Google Adsense, Youtube ইত্যাদী।

৯. যারা SEO Links Building এর কাজ করেন তাদের জন্য একটি ভালো সাইট তৈরী করেছি যেখানে আপনি সকল ধরণের SEO Links Building সাইট পাবেন। নিজের লিংকে দেখুন।



এছাড়াও বিভিন্ন সমস্যার সমাধান, টাকা ওঠানো ইত্যাদী সম্পর্কে বিভিন্ন সমাধান প্রদান। এসকল শিখতে আপনার কোন টাকা পয়সা লাগবে না। শুধু ২-৩টি পোস্ট পড়েই আপনার আয়ের পথ খুলে যাবে।

আমাদের এই সাইটির সাথেই থাকুন। পরবর্তী পোস্ট দেখুন এবং সে ভাবে এগুতে থাকুন। খুব সহজেই আপনার আয়ের পথ খুববে ইনশাআল্লাহ।

ফেসবুকে আপডেট পেতে, বিভিন্ন সমস্যার সমাধান, বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন।

Facebook

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes